নিরন্তর পথ চলা সময়ে,
আমি অলীক সপ্নে বন্দী।
বাস্তবতার আমেঘ প্রবাহে,
আমিই দু পৃথিবীর সন্ধি।

সপ্ন বিলাশী দুরূহ সত্যে,
আমি  নিদ্রিত এক পথিক।
আমি ঘুম ভাঙা এই জগতে,
জানি না কোনটা সঠিক।

ঘুমন্ত সময়ের নীরব হাসিতে,
বন্ধ শ্বাসে করি অপেক্ষা।
সপ্ন শেষে সত্যের ফাসিতে,
যোগিবো আমি আজ প্রতিজ্ঞা।

মেনে নেবো আজ গ্রহনের স্বাদ,
ভূবণ জোড়া সব মিথ্যা।
মেনে নেবো সব লুকোনো ফাদ,
হয়ে পরাজিত যোদ্ধা।
=========================