আমার আছে মাটির বাড়ি,
বাড়ির ভিত বরই খাটি।
যতন করে ছাইলাম আমি
আমার ঘরের চালা।
চালার মাঝে খুজে দেখি
উঁইয়ে বেধেছে বাসা।
কি করি হায়!
কি করি হায়!
কিভাবে বাচাই আমি?
বেলা শেষে চালা আমার
পরিতেছে ভাঙ্গি।
ধীরে ধীরে, কুড়ে কুড়ে
খাচ্ছে চালা আমার।
পেট ভরেনা উঁইয়ের তবুও
করছে সবই সাবাড়।
দেখতে ছোটো উঁই পোকাটা
লাগছে ভারি মিষ্টি।
ধংশ সে করেই চলেছে
আমার সকল সৃষ্টি।
ঘড় বুঝি আর রইলো না মোর
থকবো এবার কোথায়?
বিনা চালায় মাটির বাড়ি  
পড়বে এবার মাথায়।