মেঘে ঢাকা এক সন্ধ্যায়,
ভেবে চলেছি আমি নিরালায়।
তোমার মিথ্যে মোহ মায়াতে,
তুমি এসেছিলে স্বপ্ন সাজাতে।
ডুবিয়ে দিলে তুমি আমাকে,
এক ধ্রুপদী নৃত্যের মোহোতে।
তোমাকে পাওয়ার সে নেশাতে,
আমি হয়েছি নিরুদ্দেশ সময়ে।
তোমার দেওয়া সব আঘাতে,
নিত্য ভালোবাসা খুঁজেছি নিরবে।
শুধু আজ ক্লান্ত আমি,
লিখছি তোমায় শেষ চিঠি।
জানি তুমি তা পরবেনা,
আমায় আর তুমি ভাববেনা।
ঘড়ের কোনে রাখা ঝুড়িতে,
ঠায় নেবে চিঠিটা তুরিতে।
মুছে যাওয়া ক্লান্ত সময়ে,
মুছে নেবো আজ তোমাকে।
ছিলেনা কভু তুমি আমাতে,
পারবেনা আর তুমি কাঁদাতে।
লিখে ফেলা শেষ চিঠিতে,
হবে তুমিও শেষ আমাতে।।
- রফিকুল আলম রণ