কর্মে তুষ্ট কর্মেই রুষ্ঠ,
কর্মের মাঝেই জীবন।
কর্মে সৃষ্ট কর্মেই ধৃষ্ট,
কর্মের সুরে বোধন।
কর্মে ভূবণ কর্মেই বাঁধন,
কর্ম ছাড়া নস্যি।
কর্মে রাবণ কর্মে সাঁধন,
কর্মেই সকল সত্যি।
কর্মে ধর্ম কর্মেই স্বর্গ,
কর্ম দিয়েই মোচন।
কর্মে দৃষ্ট কর্মেই ভ্রষ্ট,
কর্মের মাঝেই দাহন।
কর্মে শক্তি কর্মেই ভক্তি,
কর্ম নিয়েই ইস্বর।
কর্মে ধাত্রী কর্মেই শাস্ত্রী,
কর্ম ছাড়া নশ্বর।
কর্মে শুরু কর্মের গুরু,
কর্ম দিয়েই চেনা।
কর্মে যজ্ঞ কর্মেই ত্যাজ্য
কর্মেই সাধুর দেনা।