এখন আর হয়না তোমায় দেখা।
হয়না তোমায় ভাবা।
তোমায় নিয়ে সপ্ন দেশে,
মিথ্যে করে হাটা।
বৃষ্টি ভেজা দিনগুলিতে
তোমার হাতটি ধরা।
হয়না আর কপালের কালো টিপে
তোমার মুখটি দেখা।
হয়না আর সমুদ্রস্নানে
এক সাথে ভেজা।
হয়না আর তোমায় নিয়ে,
বহুদুরে,
হারিয়ে যাওয়ার ইচ্ছা।

তোমার কানে মুখটি রেখে
ভালোবাসি বলা।

হয়না আর ভোর বেলাতে
শিউলি ফুল তোলা।
হয়না আর কল্পনাতে
তোমার ছবি আঁকা।
হয়না আর সন্ধ্যে বেলা
আমার বাড়ি ফেরা।
তঁরাটাকে খসতে দেখে
মনের ইচ্ছে চাওয়া।
কাফুলের শুভ্র ঘাসে
তোমার পথ চলা

তোমার চোখে চোখটি রেখে
ভালোবাসি বলা।।

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।