বসিয়া ডালে দুলিছে পাখি,
ভুলিয়া আপন পর।
ছারিছে ডাক মেলিয়া ডানা,
জানেনা নিজের ঘর।

সুখের দোলা লাগিছে মনে,
বোঝেনা নিজের জন।
চক্ষু বুজিয়া ভাবিয়া চলে,
আমারিতো বেশি ধণ।

নিজের মনে সাজিয়া বসে,
নিত্য দিনের রাজা।
বুকের কোনে লুকোনো আশে,
বাধিবে নিজের বাসা।

নিজের সাথে রাখেনি সাথী,
দুলিবে নিজেই একা।
মনের সুখে বোঝেনি পাখি,
হয়েছে সবই ফাঁকা।

জানেনা সে যে রাতের শেষে,
থাকার জায়গা নাই।
সকলি দূরে সরিয়ে দিয়ে,
পাবেনা কোথাও ঠাঁই।
===================