জগতে যত রহিয়াছে শত
দূর্লভ নীলিমার ফুল

তুলিতে গিয়া হইয়াছে নাশ
পাপের রজনী কুল।

নির্লোভ হৃদয়ে রহেনা কেহ
ভুলিতে নিজের ভুল।

কেমনে ধরিবে করিয়া আপন
লুটিবে মাটির ধুল।

মনের গোপনে বাধিয়া আশা
সকলি ছুইতে যায়।

পাইনা তো কেহ ধরিতে সে ফুল
শুরুতেই হোচোট খায়।

ধরনীর বুকে নাই কি কেহ
নিষ্পাপ হৃদয়ের হয়।

দুর্লভ সে ফুল এখনো সেথায়
হেলায় পরিয়া রয়।

=========================