ছেঁড়া পালে দুলে,
ভেসে চলে বাতাসের ঘ্রাণ।
গেয়ে যাওয়া সুরে,
রোদে পোড়ে ঘাসেদের প্রাণ।

তোমার দু পা ছুঁয়ে,
পথে জাগে ফুলেদের ঘ্রাণ।
ইচ্ছে হলে হাসে,
ধুয়ে মুছে ভুলেদের দান।

ভাঙা কাঁচে হেসে,
জুরে থাকে বেদনার ঘুম।
হাসি মুখে শুয়ে,
চোখে ভাসে তাঁরাদের ঝুম।

আমি ছোঁবো সংসার,
ছুটে চলা পাখিদের বেশ।
হয়ে যাবো রোদ্দুর,
তুলে নিয়ে রংধনুর রেশ।
==================