বন্ধু শুনছিস?
আমি বেশ আছি।
দু'হাতে কুড়াচ্ছি অভিমান,
সমুদ্রসম জড়ানো ছেলেবেলায়।

বন্ধু জানিস?
আমি বেশ আছি।
অভিযোগ মাখা জীবনে
কি নেই আমার?

আছে বেসুরো সুর,
তালহীন নৃত্যে ভরা।
অপ্রকাশিত ডায়েরিখানা
বানানের ভুলে সাঁটা।

আছে দেয়ালে ঝুলে থাকা,
ভীষণ ফাঁকা ছবির ফ্রেম।
আর এ্যলবামের ভেতর
ঝাপসা আমি।

আছে দেয়াল ঘড়িটা।
যদিও অভিমানী কাঁটাগুলো,
স্থির দাঁড়িয়ে দেখে,
আমার ছুটে চলা।

এই যে আছে আমার!!
সুদর্শন একাকিত্ব,
বুদ্ধিমান নিঃসংগতা,
হাস্যজ্বল আঁধার আর নিরবতা।

আর কাকে চাই বল?
এদের নেই কোনো
রাগ, অভিমান,অভিযোগ।
শুধুই নিঃস্বার্থ সংগ।

আমি বেশ আছি।
অভিযোগের গা ছুঁয়ে,
জীবনের বাঁকা হাসিতে,
ঝাপসা চোখে খুব আছি।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°