ঘড়ের দোরে কান পেতেছে,
পড়শী বারোমাস।
গোপন কথা শুনে নেবে,
মনে বড়ো আশ।
বাড়ির হুলো আরাম করে,
পড়শী বধুর কোলে।
বসে বসে লেজ নাড়িছে,
সর্বনাশা চালে।
পড়শী মোদের চিন্তা করে,
এই বুঝিগো সুযোগ।
ছুতোয় নাতায় রং চড়িয়ে,
ছড়াবে সব গুজব।
গাঁয়ে গাঁয়ে বলে দেবে,
ঘরের যত কথা।
ভালো কিছু করতে গেলে,
দেবে শুধুই বাধা।
পড়শী বড়ই শক্তিশালী,
কিছুই করার নাইকো।
তাই বলে কি চুপটি করে,
চেয়ে চেয়ে দেখবো?
ছোট ঘরে থাকি বলে,
পরশীতে দেই হুংকার।
বেশি বেশি করতে এলে,
লাগিয়ে দেবো অংগার।
=================