কি নামে তোমায় ডাকবাে!
কোন উপমায় তোমায় ভূষিত করে
হৃদয়ের আস্ফালন ঝাড়বাে?
তুমি কি দেখেছ-
গাছ থেকে একটা একটা করে
পাতা ঝড়ে পড়ার দৃশ্য?
দেখেছ নিশ্চয়!
হয়তো সেই বৃক্ষ তলে দু-বাহু
সম্প্রসারিত করে পত্রপল্লবের
পতনের আনন্দে তুমি নেচেছো।
কিন্তু কখনও অনুভব করনি
পাতা ঝড়ে পড়ার সময়
বৃক্ষের করুণ আর্তনাদ।
তুমি কি অনুভবহীনা!
আমার চোখ থেকে তোমার জন্য
বিসর্জিত অশ্রুর ধারা দেখে
তুমি বলতে-আমি নাকি ছিঁচ কাদুনে,
আজ তোমাকে বলছি, দেখাওতো
একফোঁটা অশ্রু বের করে তোমার
ঐ ডাগর কালো চোখ জোড়া থেকে,
পারবে না।
তুমি কি অশ্রুহীনা!
হৃদয় নিংড়ানো এক পশলা
ভালবাসার বৃষ্টি তোমাকে দিতে চেয়েছি,
তুমি ফিরিয়ে দিয়েছো,
তুমি ভালবাসার মানেই বুঝনি।
তুমি কি প্রেমহীনা!
তুমি কি আবেগহীন কোন মূর্তি
নাকি কঠিন হৃদয়ের মানব প্রতিকৃতি।