দেখি হঠাৎ আমি আছি নীরদের উপরে,
উড়ছি যে আকাশে দু' ডানায় ভর করে।
পর ক্ষণেই দেখি মোর ডানা দুটি নাই যে,
ভূমিতে নামছি যেন আলোরি গতি তে।
দেখি আবার বাধা আছে পিঠেতে প্যারাসুট,
আমায় নিয়ে সেটি আবার দিগন্তে দিল ছুট।
প্যারাসুট সেটি কেন আড়াআড়ি ছুটছে,
পাখিরা আমার সাথে দল বেধে ওড়ছে।
নিচে আছে ভয়ংকর আমাজান জংগল,
না জানি কপালে আছে কি অমঙ্গল
ছুড়ছে যে খোলা তীর আমাজানের আদিবাসি,
দ্যাখি তীর হয়ে গেল টিউলিপ রাশি রাশি।
হ্যাচকা টানে প্যারাসুটের দড়ি গেল ছিড়ে,
চোখ খুলে দ্যাখি আমি খাটের ওপরে।
মহাকাশে ওড়াওড়ি নিমিষে হলো শেষ,
স্বপ্নেরি ভালো লাগা মনে থাকুক অনিমেষ।