মাথার উপরে আজও সীমাহীন আকাশ
মহাকাশে ভেসে বেড়ানো নক্ষত্ররাজি
নদীর বুকে পাল তোলা সারি সারি নৌকা
নৌকার ছইয়ের ভেতর কপোত কপোতি
সাগর তটে আজও ছোটে লাল কাঁকড়ার দল
সাগরের উন্মত্ত গর্জনে দিশা হারায় নব দম্পতি
আজও পাকে ফোটে অজস্র নীল শতদল
আজও সাঁঝের বেলা গন্ধ বিলায় সন্ধামালতি
আজও দখিন হাওয়ায় মন হয় চঞ্চল
আজও বসন্তে কোকিল গায় উদাসী সুর
আজও অভিমানে রাঙ্গা হয় কপোল
আজও পাহাড়ি ঝর্না বয়ে চলে দূর বহুদূর
সবি আজও আছে আগের মতোই
শুধু বদলে গেছো তুমি অজান্তেই।।