চোরাবালি তার ভেতরে
ডোবায় যেমনে,
ডুবছি আমি তেমনি
তোমার অতল গহীনে।
নাই কোনো তল অসীম অতল,
ভাবনার স্রোত হারায় দুকূল,
এ কোন ধারা প্রবঞ্চনা, প্রবঞ্চিত আমি
কৃপা করে এবার আমায় একটু ভাসাও  তুমি!

তোমার চোখের শীতলতা শীতল
করে আমার ভুবন,
অক্ষিবহ্নি জ্বালিয়ে আবার পুড়িয়ে
দেয় যখন তখন।

তোমার অধর নিঙারি যে হাসি,
আলোকিত করে আমার পৃথিবী,
তপ্তকণ্ঠের করুণ রাগিনী,
আঁধার করে আমার সবি।

অর্কের আলো ম্লান হয়ে যায়,
হার মেনে যায় ভরা শশী।
তেজোদৃপ্তা দেখি তোমায়,
আবার তুমি কালো নিশী।

কবে পাব ঠাহরে তোমা,
কবে পাব সঠিক দিশা!
এই দেখি ভরা পূর্ণিমা,
এই দেখি অমানিশা।

করুনার ধারা বর্ষণ করো ওগো বিম্ববতী,
একই অঙ্গে এত রুপ কি করে হে যুবতী!