কতো দিন হয় খোলা
আকাশ দেখি না
সুনীল আকাশে ভেসে যাওয়া
মেঘমালা দেখি না
নদীর ধারে থরে থরে সাজানো
কাশফুল দেখি না
নদীর জলে কচুরিপানার
মিছিল দেখি না
উদাস দুপুরে রাখালিয়া
বাঁশির সুর শুনি না
সাঁঝের বেলা নীড়ে ফেরা
পাখির ঝাক দেখি না
নিশুথী রাতে ঝোপের আড়ে
জোনাকির প্রদীপ দেখি না
ভরা পূর্ণিমায় জোছনার আলো
অঙ্গে মাখি না
কেন?
মনের রাজ্যে জমাট বেঁধেছে
গুমোট অন্ধকার
নিঃসঙ্গতায় খুঁজি আমি
তার প্রতিকার।।