ক্ষুধার জ্বালায় শিশু কাতর,
দেখছে মানুষ নিরব পাথর,
মানবতা! কোথায় তুমি আছো নিথর?
সাগর বক্ষে নিষ্প্রাণ আইলান,
কাঁদেনা মানুষ-হায়েনার প্রাণ,
মানবতা! আসলে তুমি মহান!
কতো ফেলানী ঝুলে কাঁটাতারে,
লাশ নিয়ে ওরা হাসাহাসি করে,
মানবতা! আজো থাকবে আঁতুড়ঘরে?
বই-খাতা আর কলম ছেড়ে,
কচি কচি হাত মারণাস্ত্র ধরে,
মানবতা! তুমি চুপ কি করে?
অন্ন আশে নিজ দেশ ছেড়ে,
পরবাসী হয় দেখ কি করে!
মানবতা! তুমি থাকো কোন দূরে?
এখনি করো বজ্র মুঠো,
বিশ্ব বিবেক গর্জে উঠো,
স্বর্গ আত্মা কইছে কথা,
ভূলুণ্ঠিত মানবতা।