আমার লগে কতা কইতে চান,
আমার ইন্টারভিউ নিবেন,
হা হা হা.......
হাসুম না....
আমারে সবাই কামে লাগায়,
শইল্লের সব জোর খাডায়,
ভালো মন্দ জিগায় না,
দুইডা কতাও কয় না।
আইচ্ছা কন, কি কইবেন? সময় বেশি নাই,
মাসি আমারে না দেখলে পাড়া তুলব মাতায়।

তোমার নাম.....
বাপ মার দেওয়া নাম ভুইল্লা গেছি,
মাসির দেওয়া নাম আমার রূপসী।

এই পেশায় কিভাবে.....
খিদার জ্বালায়...
ছোড কালে মায় মরছিল পালছে সৎ মায়,
এক বেলা খাওন দিলে দুই বেলা দেয় নাই।
বাপে আমার বিদেশ আছিল কিছুই জানতো না,
আত্নীয়রাও কেউ আমার খবর নিতনা।
একদিন গেরামের এক চাচা কইলো কাম করবি ঢাকায়,
কইলাম খিদার জ্বালা বড় কঠিন নিয়া যান আমায়।

চাচা........
থুথু দেই মুখে.......

হেয় আমারে বেইচ্চা দিলো মাসির আস্তানায়,
তহন থেইকা আমি আমার গতর বেইচ্চা খাই।

পালাতে চাও নি?
পরথম দুই দিন খালি কানছি,
কইছি আমি বাড়ি যাইবার চাই।
একটা ঘরে পইরা রইছি,
খাওন মুখে তুলি নাই।
খিদার জ্বালা সইতে যহন আর পারি নাই,
মাসিরে কইলাম, সব করমু আগে খাওন চাই।

অভিজ্ঞতা....
পুরুষ মানুষ পশুর মতন বিবেক হেগর নাই,
দুই টুকরা মাংস পাইলে ছিড়া খাইতে চায়।
সকাল বিকাল অসুখ বিসুখ কিছুই মানে না,
টেকা দিয়া কাম করে মিটায় মনের বাসনা।

কিছু বলার আছে.....
মুক্তি চাই, দিবার পারবেন মুক্তি,
চাইনা হুনতে কোনো করুনার উক্তি।

আইতাছি মাসি.....

হুনলেন তো ডাক পড়ছে, পশু আইছে,
গোশত চায়.....
আমিতো গোশত না, মানুষের মতো বাঁচবার চাই।।