দেখেছিলাম সেদিন রাস্তায়,
খাবার নিয়ে কুকুর মহাশয়েরা
একে অন্যকে কামড়ায়।
দেখে মনে উদিত হলো ভাবনা,
আমরাও তো তাদের চেয়ে কম না।
কাকে মেরে কারটা নেই,
ডুবে আছি সদা সেই ভাবনায়,
ঠকাতে পারি যদি অন্যকে,
ভাবি আমি বিজয়ী, ঠেকাবে কে?
করে যদি কেউ উন্নতি,
হিংসায় পুড়ে রুখি তার গতি।
বিকিয়ে দিয়েছি মনুষ্যত্ব,
ভালো কাজ যেন কাঠালের আমসত্ত।
সাদা মনের মানুষ যারা,
সমাজের চোখে বড় বোকা তারা।
জীবজগতে শ্রেষ্ঠ মানুষ,
কবে ফিরবে তাদের সে হুশ?
নিজেই নিজেকে প্রশ্ন শুধাই,
উত্তর পাই মম ভাবনায়,
বিবেক যদি জাগ্রত হয়,
পশুত্ব তার পশ্চাতে রয়।।