একটি চিত্রকল্পের ভেতর
নিজের মনুষ্যত্বের মুখোশটাকে বন্দি করতে চেয়েছিলাম--
কিন্তু পারি নি।
আমার চিত্রকল্পটাই যে বড্ড এলোমেলো।
আমার হাতের মুঠোয় স্পর্শহীন বর্ণহীন এক আকাশ,
আর স্বপ্নহীন আমি।
আমার আকাশের রঙ গাঢ় লাল।
এই লাল রঙ মাঝেমাঝেই আমার ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে।
আর এই প্রশ্নগুলোর জবাব দেয়
আমার-ই পোষা একদল চিল।
আমার প্রিয় পোকার মধ্যে জোনাক অন্যতম।
জোনাক আর আমার মাঝে অদ্ভুত মিল,
জোনাক যেমন রাত পছন্দ করে,
আমিও ঠিক তাই।
মাঝেমাঝেই কাশবনে একা হাঁটি,
জোনাকপোকার সন্ধান করি,
কাশফুলের কি রঙ তা ঠিক আমি জানি না,
জানতেও চাই নি কখনো।
কাশফুলের রঙ নীল? নাকি সবুজ? নাকি হলুদ?
না এর কোনোটাই না!
প্রতিটি কাশফুলই কালো,
এবং তবে অতঃপর আদুরে।
১৮ই জুলাই ২০১৪