আমার কবিতাগুলো ভুল করে তোমাকে নিয়ে লিখে ফেলেছি।
এটাকে ঠিক ভুল বলা যাবে কিনা?
থাক প্রশঙ্গ পালটাই,
তোমার বুকের গভীরের অতল সমুদ্রে
আমি ডুবসাঁতার খেলেছিলাম,
অক্সিজেন মুখে নিয়ে ডুব দিয়েছিলাম-
তোমার ঢেউয়ে ভরা সমুদ্রের জলে,
মাপতে চেয়েছিলাম তোমার সমুদ্রের গভীরতা, পারিনি!
তোমার সমুদ্রের জল বড্ড ঘোলাটে।
পথ ভুল করে কয়েকবার হাঙ্গরের রাজ্যে চলে গিয়েছিলাম।
হাঙ্গরের সাথে লড়াই করেছি কয়েকবার,
ক্ষতবিক্ষত হয়েছে আমার অন্তর আমার দেহ,
আমাকে বাঁচিয়েছে আমার, তোমার পরম বন্ধু তিমির।
আমার কবিতাগুলো ভুল করে তোমাকে নিয়ে লিখে ফেলেছি।
এটাকে ঠিক ভুল বলা যাবে কিনা?
থাক, প্রশঙ্গ পালটাই,
গভীর রাত, রক্ত বরফ হয়ে যাওয়ার মত ঠান্ডা,
তুমি গুটিসুটি করে শুয়ে আছ
লেপের নিচে।
আমি দূর থেকে বললাম,
লেপের নিচ থেকে বের হও,
তারপর তোমার বেলকুনীর গ্রীলে হাত রাখো,
তুমি কাঁপতে কাঁপতে তাই যেতে,
তুমি বলতে আমার ভয় করছে,
বাহিরে ভয়ানক অন্ধকার।
আমি বলতাম কিসের ভয় !
আমিতো আছি তোমার পাশে।
আমার কবিতাগুলো ভুল করে তোমাকে নিয়ে লিখে ফেলেছি।
এটাকে ঠিক ভুল বলা যাবে কিনা?
থাক প্রশঙ্গ পালটাই।