আমি নিষ্কৃতি চাই।
যে বাক্সে আমার নিরীহ নিরপরাধ স্বপ্নগুলো বন্দী করে রেখেছ
আমার সেই নিরীহ নিরপরাধ স্বপ্নগুলোর নিষ্কৃতি দাও।
আমার হাত বেঁধে রেখেছ,
চোখ বেঁধে রেখেছ,
আমার হাতের বাঁধন, চোখের বাঁধন উন্মুক্ত কর,
আমি আকাশ দেখবো
মুক্ত বিহঙ্গের মত অন্তরীক্ষ শাসন করবো।
আমাকে নিষ্কৃতি দাও।
আমাকে অন্ধকার পেটিকায় বন্দী রাখতে রাখতে,
আমি অন্ধ হয়ে গেছি,
আমাকে অন্ধ করে ফেলেছ।
এবার আমাকে নিষ্কৃতি দাও।
আলো দাও, স্বপ্ন দাও, ভবিষ্যৎ দাও।
আমি নৌকার মাঝি হবো,
আমার পেলব হৃদয়ের গভীর থেকে
গান ধরবো,
বৈঠা হাতে শাসন করে বেড়াবো উত্তাল নদী।
আমাকে নিষ্কৃতি দাও।
আলো দাও, স্বপ্ন দাও,ভবিষ্যৎ দাও।