যে মানুষটারে একদিন ভালোবাইসা মনের ভিতর খুব আদর যত্নে লালন করছি...

তারে এত তাড়াতাড়ি মুই কেমনে ভুলি কন_?

যে মানুষটার হাত ধরি একদিন স্কুল ফাঁকি দিয়ে নদীর পারোত বসি সময় কাটাইছি...

তারে এত তাড়াতাড়ি মুই কেমনে ভুলি কন_?

যে মানুষটারে পাবো বলে...

মেলা রাত পর্যন্ত না ঘুমিয়ে ফেসবুকোত সময় কাটাইছি,

সে মানুষটারে এত তাড়াতাড়ি মুই কেমনে ভুলি কন_?

চাইলে কি তারে এত তাড়াতাড়ি ভুলে থাকা যায়...

চাইলেই কি তারে ভুইলা নতুন কাওরে  নিয়ে স্বপ্ন দেখা যায়_?

তারে ভুলে থাকা একলিস্ট আমার পক্ষে সম্ভব না_!

মনের ভেতর থাহা মানুষটা যদি মনটা ভাইংঙ্গা চইলা যায়...!

তার পরেও মনের ভিতর কোন না কোন অংশে ঠিকই  ঘাবটি মাইরা থাইকা যায়...

তারে হাজার চেষ্টা করেও যেমন ফেরানো যাবে না..!

তেমনি হাজার চেষ্টা করেও অন্ততপক্ষে তারে ভুলে থাকা সম্ভব না_।