হৃদয় পটে ভাজ করে রাখা শব্দরা - ফিসফিস
এক পশলা অপলক মুখশ্রী, শিশিরস্নাত সেই ভোরে
আমার ভেতরে ঘটায় রক্তপাত।
আমার সেই সদ্য জন্মানো কবিতাটিকে
আমিই ভালোবেসে জড়িয়ে নেব - সংগোপনে।
ধুমায়িত কফিতে মোড়ানো প্রেম ভাসে ইথারে
সাদা কাগজ আর কালো বলপয়েন্টের রক্তে জাগে ঢেউ
শব্দের মিছিলে যোগ দিতে চায় কাঁপা কাঁপা হাত
তবুও শুরুতেই থেমে যায় হাত শূন্যেই -
এক জীবনের ভালবাসা তুচ্ছ মনে হয় , অবলীলায়।
একটি আনকোড়া কবিতার জন্য আমি শূণ্যতায় ঝাপ দেই ,
হাওয়ায় ভাসতে ভাসতেই আমার মনে পড়ে যায়
কি যেন বলব ভেবেও বলা হলো না তোমায়।
ভরা বুক পকেট আমার প্রেমহীন।
বিজয় সরণি ধরে তোমার হেঁটে যাওয়ার কথা শুনে'
আমি চেয়েছিলাম শিশির হতে বিজয় সরণির ঘাসে।
সপ্তম স্বর্গে বসে তুমি চোখ রাখো লাল সাদার খেলায়,
অন্যমনস্ক তোমার একটু আংগুলী হেলায়,
প্রবল গোপনীয়তায় বেরিয়ে আসে আমার গোপনতা ।
তীব্র সুখের অসুখে আমি ভুলে যাই হাইফোবিয়া
ভুলে যাই একটা টেবিল , ভুলে যাই বাসাবাসি পাশাপাশি,
ভুলে যাই ফ্রেন্চ ফ্রাই, ভুলে যাই কালো কফির সাদা পেয়ালা।
দেখি - অজস্র চোখ মেলে চেয়ে আছে সুন্দর সন্ধ্যাটা ,
অপার্থিব নির্জন বিষন্নতা আমায় ডাক দেয়।