শিক্ষা অর্জন করতে হবে
ওরে আমার খোকা,
নইলে যে তুই সারাজীবন
থেকে যাবি বোকা।
না থাকিলে বিদ্যা-শিক্ষা
সবাই মূর্খ বলে,
রাখতে আমি চাইনা খোকা
তোর নামটা ঐ দলে।
শিক্ষা-দীক্ষা অর্জন করলে
ঘুচবে মনের কালো,
সুখ শান্তিতে থাকবি রে তুই
কাটবে জীবন ভালো।
সুন্দর জীবন গড়ার জন্যই
পড়তে তোকে হবে,
জ্ঞান বিজ্ঞানের সকল তথ্য
জানতে পারবি তবে।
করিস'নে আর অবহেলা
পড়ালেখা নিয়ে,
মন দিয়ে তুই পড়িস্ কিন্তু
বিদ্যালয়ে গিয়ে।