ফুল ফলে শস্যে পূর্ণ
আমাদের এই দেশ!
সবুজ শ্যামল বন-বনানী
রূপের নেই যে শেষ!
নদী-নালা সাগর তীরে
বৃষ্টি মেঘের খেলা!
বাংলা যেন ঐ মহানের
নেয়ামতের মেলা!
লক্ষ কোটি নেয়ামতে
এই ভূমি যে ভরা!
মন্দ লোকের অপকর্মে
নেমে আসে খরা!
নদী-নালা গাছ-গাছালি
পাখ-পাখালি দিয়ে!
ছোট্ট এই জম্মভূমি
দিয়েছেন সাজিয়ে!
ষড় ঋতুর নানা রূপ
দিয়েছেন প্রভু!
সৃষ্টি রাজির অকল্যাণ
হয় না যেন কভু!
আল্লাহ দিলেন শুদ্ধ খাবার
মানুষ তাতে মিশায় বিষ!
মানুষ হত্যায় কি যে শাস্তি
রাখেনা তো তার হদিস!
শোন মানুষ, সব কাজেতে
সদাই সত্য কথা কও,
এক আল্লাহর পথে চলে
তাঁর ভয়েতে মু’মিন হও।