একদিন আমি পরজন্মের কথা ভাবতাম
আজ জানি জন্মান্তরেও কখনো আমি
বাঁধতে পারবো না কোনো বাসা, তোমার
বুকের গভীরে...
কাল রাতে পাশবালিশে এক নীল প্রজাপতি
হঠাৎ ডানা মেলেছিল
জুন-এর সেই দুপুর রোদ, জোছনা কে
বলেছিল,
ফিরে এলাম আমি, এবার তুমি এসো -
চিবুকের তিল থেকে অতলে ডুব দিয়েছিলাম আমি
এ জন্মেই স্বপ্নে তোমাকে - পাপ সাগরের নীল
ঢেউয়ে ভাসিয়ে নিয়ে
কান্না কে দিয়েছি ছুটি...
আমার এ ব্যাথা নিয়ে ভাবছো মিছে
এ ব্যাথা আমায় ব্যাথিত করেনি...
যে ব্যাথায় বুকের গভীরে ঝড় ওঠে
উপড়ে নিয়ে যায় তোমার হাসির শিকড়
সে ব্যাথার যদি খোঁজ নিতে আজ
আমি আরও অনেক ব্যাথা বইতে পারতাম।