বল-বীর আমি অধীর
লক্ষ্যস্থির ঐ যুধিষ্ঠির।
বীরবিক্রমী ব্যতিক্রমী
পরাক্রমী মহা-সংযমী,
ভাঙ্গি জুলুমের প্রাচীর।

অকুতোভয় সদা জয়
সন্ত্রাসী বধে দিগ্বিজয়।
অভিলাষী খচ্চরনাশী,
পাপিষ্ঠ পামর বিনাশী,
পাষণ্ড বুকে ছুড়ি তীর।

নির্ভয় নির্ভীক সৈনিক,
তড়াক গতি দিগ্বিদিক।
আমি কৃপাণ অনিরুদ্ধ
লম্পট নাশে করি যুদ্ধ,
জালিম সবে নত শির।

জীবনে সংগ্রাম'ই সত্য
নশ্চেৎ অধিকার ব্রাত্য।
আমি বেপরোয়া দুর্বার,
স্বৈরাচার করি সৎকার,
বিশ্ব-বিজয়ী ক্ষিপ্র বীর।