আমি যদি জানতেই পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে।

তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করবো?

আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো, অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার সবটা শেষ করে দিয়ে গেছে।

আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, একপাশে কাত হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়।

আমাকে জানতে হবে তুমি কাঁদো। খুব একা কাঁদো। তোমার কান্না কেউ শুনেনা। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কন্ঠ খিটখিটে হয়ে গেছে।

সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক।

তোমার অতীত শুনে ভয়ে যদি পিছু হটি, আর খুব লক্ষ্মী একটা মেয়ে যদি খুঁজতে থাকি, তাহলে এরচেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে খুজে একটা সুন্দর বউ কিনে আনতে। ব্র‍্যান্ড নিউ বউ, যার গায়ে কখনো কলঙ্কের দাগ লাগেনি।

~মেহেদী হাসান রনি