অমন করে,
   আমায় যে,
       বাক্স বন্দী করে রাখো, তোমার কষ্ট হয় না...?

তুমি কি পাথরের   ইমারত? নাকি রক্ত মাংসের মানুষ?
      তোমার বুঝি, মায়া হয় না?

এতো যে ডাকি, কোথায় তুমি?
     কোথায় তুমি? শুনতে পাওনা?

গলায়  শুকিয়ে মরে যাই ডাকতে, ডাকতে,...!

তবুও যে পাশ ফেরো না,
রোজ,না দেখার ছলে লুকিয়ে,
     ঠিকই দেখো আমায়..!

তোমার অমন আড়াল আমি ঠিক ই বুঝি।
   তুমি আমার কথা ভাবতেই আমি  বিষুম  খেয়ে মরে যাই, তখনই তোমার অস্তিত্ব আমি বেশ টের পাই।

আমাকে নিয়ে তোমার  অমন অনুভব,
           আমার মাঝেও  কিন্তু অনুভূত হয়।

      
আর কত টা লুকিয়ে  দেখবে আমায় ?
  আর কতটা ভালোবাসি তোমাকে,
        সেটা'ই পরীক্ষা  নিচ্ছো বুঝি?

কতটা প্রতীক্ষা করতে বলবে আমায়?

প্রতীক্ষা ফুরোলে তবুও কি  এসে,   হেসে দাঁড়াবে না ?

  তবুও কি বোলবে না, আয়?  
             একটু কেবল যত্ন করেই,
                   তোর চোখে, চোখ রাখি...!