আজ বৃষ্টি নেমেছে অঝোর ধারায়, আমার চরণ ধুয়ে দেবে, ও বৃষ্টি, তোমার ঝরে পড়া রিনি- ঝিনি আমার অন্তর ভাসায় কেন? যেন ভাসায় প্রেম পিয়াসি, আমার দৃষ্টি যুগল, মেঘ আকাশে বাড়ি তোমার, তুমি আমার কাজল মেয়ের নুপর, এ যেনো যুগল পায়ের নিঃশ্বব্দ দুপুর।
বৃষ্টি আজ নেমেছে দ্রুপদ নৃত্যের তালে
একি তোমার নাচন দেখে আড়ালে হাসে রাধে
ও বৃষ্টি তুমি হলে আমার কৃষ্ণের বাঁশি,
আকুল যমুনার হৃদয়,প্লাবিত জলরাশি।
তুমি ভাসিয়ে নাও মন পবনের নাও
উদাস কোন বৈষ্ণব,তুমি একতারা বাজাও,
বৃষ্টি মধুর লগ্ন খোঁজে, মাতাল হলো বোষ্টমি
তোমায় ঘিরে নাবলা কথা বার বার শোনাতে চাও।
ও বৃষ্টি, তুমি আমার মন পিয়াসি,
আঁধার কালো মেঘ, তোমায় নিয়ে চলো যাই ভেসে
মন আনন্দের দেশে, ও বৃষ্টি, বলো আমার চরণ ধোয়াবে কি?