সব নেশা কেটে যাবে
দুটি চোখের নেশা কাটানো যাবে না
তোমার চোখ
তোমার চোখের নেশা।
হতাশা দুশ্চিন্তার ঘোর কেটে যাবে
সমস্ত পৃথিবী জুড়ে জড়ো হবে রঙিন স্বপ্নেরা
কনফ্লিক্ট, বিচ্ছেদ ঘুচে যাবে সব
ভেতর বাহিরে থাকবে না কোনো অসুখ
শীতের শেষে, শুকনো মরা গাছটায়
অবলীলায়, দোলখাবে তখনো একটি অবুঝ পাখি।
দুটি চোখের নেশায়
তোমার চোখ
তোমার চোখের নেশা।
মেগাসিটির কোলাহল থেমে যাবে
বদ্ধ দেয়াল হবে উন্মুক্ত
দূষিত বাতাস থাকবে না আর
অনুভবে, হৃদয়ে, শ্বাস প্রশ্বাসে বয়ে যাবে বিশুদ্ধতার আভাস
ফার্ম গেট থেকে শ্যামলী, আগারগাঁওয়ের ফুটপাত
২৭ থেকে ছুটে যাবে বাস জ্যাম শূন্য আকাশ
ঘুমোবে শহর, রাত্রিরা ঘুমোবে
নেশার ঘোরে নির্ঘুম রবে অবুঝ কালো পাখিটি
সুগন্ধি কুড়োতে নেশা থেকে যাবে
দুটি চোখের নেশা
তোমার চোখ
তোমার চোখের নেশা
স্বৈরশাসন দলে যাবে, বিশ্ব যুদ্ধ থেমে যাবে
মনের দৈরত থাকবে না, মিটে যাবে লেনাদেনার হিসাব
রক্ত মিছিল, বিদ্রহ কন্ঠ, জয় পরাজয়ের কম্পিটিশন
সব চুকে যাবে। থেকে যাবে
প্রথম ছোয়া, প্রাচীন প্রেম, শান্ত বিকেল
চায়ের কাপে তবু রয়ে যাবে নেশা
দুটি চোখ
তোমার চোখের নেশা