যদি প্রমাণ চাও , কী দেবো বলতো তোমায় ?
কিছু বছর তিরিশ পুরনো কাগজের পাতায় ,
বড় বড় করে লেখা নাম ?
যাচাই করতে চাও ঝুটো না খাঁটি ?
নাকি বছর পঞ্চাশ আগের ঢের করা শ্মশানের পোড়া ছাই !
যদি বলো আরো চাই -
তবে একশো বছর আগের কবরের মাটি -
তাও এনে দিতে পারি !
সেই সব নাম তুমি লিখে নিও তোমারই খাতায়,
পারো যদি লিখে দিও মেহেরুম -
ইচ্ছা হলে লিখে দিও দুর্গা সহায় !
আমি আজন্ম গৃহহীন ছিলাম,
আজ তুমি দেশ কেড়ে নিলে-
হয়তো সেদিন তোমার বিজয় মিছিলে -
স্লোগান তুলিনি বলে,
আমার মুখের আদল অচেনা লাগছে তোমার !
তুমি পেনের আঁচড়ে - খামচে কেড়ে নিলে আমার নাম -
তুমি কেড়ে নিলে আমার  বিহু তাল ,
আমার ইস্কুল পাঠশাল্-
আর দেশ থেকে তুলে ,
ফেলে দিলে ব্রম্হ্পূত্রের জলে !
কান পাতো , আর মন দিয়ে শোনো -
রাষ্ট্র হারানোর আশঙ্কায়,
হাজার হাজার হাজারিকা গান গায় -
এতো হা হাকার শুনেও ও গঙ্গা তুমি বইছ কেনো !