মানুষ একা না!
তবু অভিযোগ সে একা,
এও অসত্য নয়।
কেবল কল্পনা আর বাস্তবতার ফারাক।
যার আগমনের আশায় দিনাতিপাত করা,
দিন শেষে সে আসে না বলে মানুষ একা।
ভুল দরজায় কড়া নেড়ে আশাহত হওয়া
মানুষ একা!
নির্দিষ্ট কেউ একজন দৃষ্টি সীমায় না থাকলে
কোথাও কেউ নেই বলতে থাকা মানুষ একা।
তাই বলে কি ঐ পথ ধরে আর কেউ ঘরে ফেরে না?
সব ক'টা দরজাই কি বন্ধ?
চারপাশে কি সত্যি কেউ নেই?
মানুষ সত্যিই একা!?