ফিলিস্তিনে কাঁদছে মানুষ
কাঁদছে মানুষ বিশ্বময়
যুদ্ধবাজেরা উল্লাসে নাচে
করছে তাঁরা বিশ্বজয়।
কাঁদছে নারী, কাঁদছে শিশু
গাজা'র পথে-প্রান্তরে
শিশুরাও আজ নিরাপদ নয়
বাহিরে কিংবা অন্দরে।
পৃথিবীর পরাশক্তিসব
বিশ্ব শাসন করছে আজ
মসনদেতে বসে আছে
এক-একজন যুদ্ধবাজ।
মৌলবাদীরা ভূলুন্ঠিত করছে
নারীসত্ত্বার অধিকার
দমিয়ে রাখছে আধেক পৃথিবী
দমিয়ে রাখছে ন্যায়বিচার।
রুখে দাঁড়াও যুদ্ধবাজ
রুখে দাঁড়াও মৌলবাদ
মানুষ, তোমরা মানুষ হও
মানবতার করো আবাদ।