লোকে বলে 'ছন্নছাড়া'
কবিতা প্রেমীর নাকি কাটে ঠিকানা হীন, বোহেমিয়ান জীবন!
উচ্ছন্নে চলে গেলে নাকি লোকে কবি কয়,
ছন্দ মেলাতে পারলেই কবি হওয়া যায়?
কবিতা-
এক বিশেষ প্রেমের নাম,
ছন্দের মেলবন্ধন আর ঐক্যের নাম কবিতা?
নাকি সৌন্দর্যের পূজারী-
হয়ে হৃদয়ের গভীরে ছন্দচিত্র এঁকে নেওয়ার নাম কবিতা?
কবি হতে ইচ্ছে করে-
যেন আবার তোমার প্রেমে পড়ি,
কবি হতে ইচ্ছে করে-
যেন সোডিয়াম বাতির নিস্তব্ধ শহরে-
তোমায় অন্তত একবার জড়িয়ে ধরি!
কবি হতে ইচ্ছে করে-
যেন বর্ষায় কদম হাতে হয় আমাদের বৃষ্টিবিলাস,
কবি হতে ইচ্ছে করে-
যেন নিমিষেই দূর হয় আমাদের দীর্ঘশ্বাস।
কবি হতে ইচ্ছে করে-
যেন কানে বাজে তোমার নুপুরের শিঞ্জন,
কবি হতে ইচ্ছে করে-
যেন হৃদয়ে ছেয়ে যায় ভালোবাসার অনুক্ষণ।
কবি হতে ইচ্ছে করে-
যেন বারেবার পাই ভালোবাসার স্বাদ,
কবি হতে ইচ্ছে করে-
যেন দেখি তোমার পরনে লাল পেড়ে-সাদা শাড়ি,
কবি হতে ইচ্ছে করে-
যেন অপরূপ হয় ওই খোঁপার ফুলমঞ্জরী!
কবি হতে ইচ্ছে করে-
যেন নতুনত্বে দেখি ওই কপালের ছোট্ট কালো টিপ,
কবি হতে ইচ্ছে করে-
যেন কখনো না নিভে আমার প্রেমের প্রদীপ!
আরো একবার জন্ম হোক আমার-
আমি হবো তোমার প্রেমের কবি,
আরো একবার জন্ম হোক আমার-
যেন হৃদয়ের প্রচ্ছদে আঁকি তোমার ছবি।
কবি হতে ইচ্ছে করে,
তুমি আমার কবিতা,
কবি হতে ইচ্ছে করে যেন ফের দেখায় দেই ফুল,
কবি হতে ইচ্ছে করে-
যেন মাটিতে মিশে যায় আমাদের সব ভুল!