ক্ষমা করো মোরে হে বিশ্ব বিধাত্রী
ক্ষমা করো মোর অনবহিত অপরাধ,
যে পিপাসা তোমা ছাড়া করে
সে পিপাসায় যেন না হয় সাধ।
ক্ষমা করো মোরে হে সর্বশক্তিমান
হে চিরন্তন অবিনশ্বর,
যে প্রীতি মোহ তোমারে ভোলায়
সে-ই মোহ মায়ায় না বাঁধি অন্তর।
ক্ষমা করো মোরে হে প্রাণনাথ
ঘুচিয়ে সকল মনের আঁধার,
যে জ্ঞানের আলো তোমারে হারায়
সে ছোঁয়া এ মন চায়না তো আর।
ক্ষমা করো মোরে হে চিরন্তন
হে ঈশ্বর অমত্র্য ধারা,
যে ধারা বহিলে লভিবো তোমায়
না হয় গো তা নেত্র হারা !
ক্ষমা করো মোরে হে অন্তর্যামী
কৃপানিধি চির শ্বাশত,
যে যাতনা সদা তোমাকেই স্মরে
সে-ই কৃপা যেনো না হয় অনিত্য।
ক্ষমা করো মোরে হে অদৃষ্ট নারী
তোমা হারা নেশা জাগিয়ো না,
যে সুখ রঙ তোমা ছাড়া করে
সেই রঙে মোরে রাঙিয়ো না।