কেমন আছে আমার কাজলা দিদি?_পুতুল খেলার ঘর
কেমন আছে ঘুমঝরা রাত?_রুপকথার শহর।
কেমন আছে বাউল গান আর মতিন চাচার সুর?
কেমন আছে স্কুল ছুটি?_ঘরপালা রোদ্দুর।

কেমন আছে বাশের সাঁকো?_সরু খালের তীর
কেমন আছে গোধূলি বিকেল?_খেলার মাঠে ভীড়।
কেমন আছে ফুলের বাগান?_প্রজাপতি সব
কেমন আছে বাদলা দিনে মৃদু কলরব?

কেমন আছে কাঁঠাল বন আর চড়ুই পাখির বাসা?
কেমন আছে একচালা ঘরে শন্তুলা ফুফুর আশা?
কেমন আছে পদ্মবিল আর নৌকা সারি সারি
কেমন আছে বন্ধু আবীর?_কথায় কথায় আড়ি।

কেমন আছে শিমূল গাছে অতিথি পাখির ডাক?
কেমন আছে শ্রাবণ মাসে মগরা নদীর বাঁক?
কেমন আছে কুমড়োপটাশ?_ঠাকুরমার ঝুলি,
কেমন আছে লালবিলের মেলা?_জং ধরা সে গুলি।

কেমন আছে গোল্লাছুট আর দাড়িয়াবান্ধার মাঠ?
কেমন আছে আমতলায় সকাল বেলার হাট?
কেমন আছে শীতের সকাল,খেজুর রসের হাড়ি?
কেমন আছে মজার স্মৃতির প্রিয় মামাবাড়ি?
কেমন আছে জ্যোৎস্না রাতে শীতলপাটির আসর?
কেমন আছে কাকডাকা ভোর?_জোনাকপোকার বাসর।

কেমন আছে গ্রামটি আমার?কেমন আছো তুমি?
তাদের ফেলে একলা একা কেমন করে ঘুমি?