নির্জনতার সুরে
ঘুমন্ত রাত্রির জৌলুশে,
হাসনাহেনার তীব্র আকুল গন্ধের ভালোবাসার পরশ,
এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ,
নিঃশ্বাসের গন্ধে তুমি,
দৃষ্টির সীমানায় তুমি,
চিবুকের ঘামে তুমি,
কবিতার চরনে তুমি,
মূল্যহীন জীবনের অস্পষ্ট ভাষায় তুমি,
যদি থাক, পাশে আজীবন তুমি।
নক্ষত্রবীথিকার উম্মাদীয় আলোতে
আঁধারের রূপ মোহনীয় দুর্লভ হয়,
কখন?
যখন তুমি পাশে থাক।
আঁধারের ভাঁজে ভাঁজে,
জোনাকির ঝি ঝি সুরে,
রাতের কিছু স্নিগ্ধতা গায়ে মেখে,
তোমার হাটার ছন্দে
প্রকৃতি ফিরে পায় তাঁর হারানো যৌবন।