ধূলোপড়া রাস্তার পাশ ধরে হাটতে হাটতে বলেছিলে
অনিরুদ্ধ!  
দেখেছো কত বড় একটা শহর
অথচ ভালোবাসার একটুও যায়গা নেই
এই শহরে ভালোবাসা কি জঘন্য অপরাধ
একটু হাতে হাত রেখে হাঁটা বেমানান
এত বিশাল শহর অথচ মানুষ জানেনা
দুজন ভালোবাসার মানুষ দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলে
কেটে যায় সব ক্লান্তি, দুঃখ, বিষাদ...
এই শহরে ভালোবাসাকে জড়িয়ে ধরলে পেতে হয় অপবাদ
অথচ ভালোবাসাকে সঙ্গে রাখলে ধূলোময় শহরেও জীবন সুন্দর হয় তা তারা জানেনা।

অনিরুদ্ধ!
চলেন না আমরা পালিয়ে যাই
কোন একটা নতুন শহরে যে শহরটা খুব ছোট
হৃদয়কে পথ ধরে ছুটে চলবো ইচ্ছে মতো
হাঁটতে হাঁটতে ক্লান্ত জড়িয়ে ধরবো ইচ্ছে যতো
যে শহরে কোন বাঁধা নেই
ভালোবাসায় নিষিদ্ধ আছে এমন কোন আইন নেই
যাবেন অনিরুদ্ধ?
যে শহরে চোখে চোখ রেখে দেখবো স্বর্গ
আকাশ জুড়ে আঁকবো ভালোবাসার প্রতীক
আঙুলে আঙুল রেখে বিশ্বাসকে শক্ত করবো,
ভালোবাসায় ভালো করে তুলবো শরীরের সব বিষাদ।