দেখি রাস্তায়, চেনা গলিটায়
পড়ে আছে শত গল্প,
কিছু ছুঁয়ে যাই, পিছু টানে খুব
কিছু রয়ে যায় পথে অল্প।
জল ছলছল,ফোঁটে শতদল
সেই জল যেনো ভাঙ্গা আয়না,
আমি ডুবে যাই,স্মৃতি পুড়ে ছাই!!
যেনো নিজেকেই চেনা যায় না।
মাড়ি ধূলিময় পথ, টানি পুরনো সে রথ
শুনি দূরপাল্লার ঐ-হুইসেল-!!
মাঠ পেরিয়ে, সব ছাড়িয়ে
কিনি ভেঁপু,বাঁশি,খুচরো বিকেল।
বিনে পয়সায়, কিনি কুয়াশা
ভরি জরাজীর্ণ মম আস্তিন,
খুব আজকাল, বুনি ছেঁড়া জাল
এলোমেলো ভুলে কাটে নিশিদিন।
সেই সাত রং, আজ জমে জং
সব রঙহীন-লাগে ফ্যাকাসে,
তারা খসে যায়, দূর নীলিমায়
চাঁদ আসেনা আর এই আকাশে....