অনিরুদ্ধ!
যুদ্ধ দেখিনি, মহামারি দেখছি ;যুদ্ধে যেমন -
প্রায় পরিবারে হারিয়ে গেছে দু একজন
এখনও তেমন!
বেঁচে থাকার কী তীব্র আকুতি নিয়ে -
একেকেজন চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে।
যুদ্ধে যেমন..
ভালো খারাপ সবাই মরে, এখনও তেমন!
অনিরুদ্ধ!
ঘরেঘরে আজ চলছে যুদ্ধ ;
এ যুদ্ধ চাকরি বাঁচানোর, অন্নের, রোগমুক্তির,
উদ্বেগ আর উৎকন্ঠার!
অনিরুদ্ধ!
পৃথিবীর এমন নিদারুণ অসুখ, অথচ
তুমি নেই, আমারও নেই মনে সুখ!
অনিরুদ্ধ!
আমিও হাসপাতাল ঘুরে এসেছি,
কাল অসুখে আমিও পড়েছি,
মৃত্যুকে খুব কাছে থেকে দেখে এসেছি -
অদ্ভুতভাবে বেঁচেও গেছি।
আজ তুমি থাকলে হতে কতোইনা খুশি!
অনিরুদ্ধ!
কতো যে কষ্টের এইসব দিন।
কেমন করে কাটছে আজ মানুষের নিশিদিন!
পৃথিবী চাপা পড়েছে, কোন এক অজানা রোগে।
কিছুতেই মুক্তি মিলছেনা...
অনিরুদ্ধ!
কতো কথা জমা হয়ে আছে, এই হৃদয়ে!
তুমি জানো কি তা?