অনিরুদ্ধ,
পৃথিবী জুড়ে আজ চরম অশান্তি, রোগ, শোক, ভুল বুঝাবুঝি।
রাগ, হিংসা, প্রতিশোধের আগুনে গড়া এক অন্য পৃথিবী।
কেন এত ভোগবাদী, কেন এত অশান্তি!
যেন বিজ্ঞান তার আধুনিকতার বদলে কিনে নিয়েছে পৃথিবীর যত শান্তি, সুস্থিরতা, সুস্থতা, সাম্যের বিধান আর স্বস্তি!
অনিরুদ্ধ,
তোমার মতন করে, সমাজ আর মানুষ নিয়ে কেউ ভাবেনা।
কেউ বলেনা- ফুটপাতে থাকা পাগলিটা একটা মানুষ, নয় শুধুই সংখ্যা।
তোমার মতন করে কেউ তাকে মা ডাকেনা, সম্মান করেনা।
পাগলি তাই কুঁকড়ে পড়ে-- লোলুপ চাহনির সামনে।
ভয়ে দিগবিদিক শূন্য দেখে।
অনিরুদ্ধ,
পৃথিবীর মানুষরা কখনো মন খারাপের গল্প শুনতে চায়না।
তোমার মতন করে কেউ বুঝেওনা।
অন্তরটা আর কেউ পড়েনা।
গভীর উপলব্ধিরা হারিয়ে যাচ্ছে কোথায় যেন, পড়াশুনা, জ্ঞান, ভালোবাসা, সবই কেমন ভাসা ভাসা।
যেন সবাই অনেক বিরক্ত, যেন সবার অনেক তাড়া!
অনিরুদ্ধ,
আজকাল সবকিছুই যেন কেমন অচিন অচিন , চারপাশ, পরিবেশ, মানুষজন।
এমনকি সদ্য ঘুম থেকে জাগার পরে নিজের ঘরটাও!
ভুলে যাই কোথায় আছি তাও!
মাঝেমধ্যে সবই ভুলে যাই,..
মোবাইল বা এটিএম কার্ডের পাসওয়ার্ড, মনে পড়েনা কিছুই।
ভেতরটা শূন্য শূন্য লাগে, তোমাকে ভীষণ মনে পড়ে।