আর কেউ আমার প্রেমে না পড়ুক
কেউ না বলুক আমাকে ভালোবাসে,
আর কেউ আপনি থেকে তুমি না হোক।
একটা জনম কেটে যাক মায়া হীন
এইবার মৃত্যু হোক অনুভূতির,
মৃত্যু হোক অনুভবের।
আর কেউ না আসুক বসন্ত হ’য়ে
কেউ না আসুক আপন মানুষ হয়ে।
এইবার জয় হোক একাকীত্বের,
জয় হোক বিরহের।
হেরে যাক ক্ষনস্থায়ী প্রেম,
হেরে যাক মিথ্যে প্রতিশ্রুতি।
প্রাক্তন নামটা হারিয়ে যাক পৃথিবী থেকে,
হারিয়ে যাক অসমাপ্ত গল্প।
কেউ না চিনুক অবহেলা,
আর অবজ্ঞাকে।
কোনো মন খারাপের দিন না আসুক,
নির্ঘুম রজনীগুলো দীর্ঘ না হোক।
হৃদপিণ্ডের ছাপা কষ্টগুলো উড়ে যাক মেঘ হয়ে
অভিযোগের বাক্সটা বিস্ফোরিত হোক।
আর কোনো স্বপ্ন মায়াজালে আটকে না যাক,
মানুষ ভুলে গিয়ে ভুলে যাক –
প্রেম আর ভালোবাসার সংজ্ঞা…