মৃত্যুর মতো সহজ সত্য অতীত আর কিছুই নয়
মৃত্যু কতটা বন্ধুর মতো তা যদি বুঝতে!
অসময়ে কাছে এসে প্রতিবার বলে ;
এসো আমায় আলিঙ্গন করো,
আমিই তোমার অপেক্ষায় আছি
সবাই ছেড়ে গেলেও আমি শেষে হলেও
তোমায় সঙ্গ দিবো।