পর কে করেছো আপন,
আপন কে করে গোপন।
আমার দেহের রক্ত-মাংসে বাড়িয়া,
আমায় মারিতে হও মরিয়া।
আমারই দেহে করি বসবাস,
করিতেছ আমারই সর্বনাশ।

কদাকার কালো থাবার জোড়ে,
রেখেছো গৃহ বন্দী করে।
মানবে-মানবে দেখা হবে তবে,
যেদিন তুমি আইসোলেশনে রবে।
সু-দিন আসন্ন ঐ,
সেদিন তোমার ঠাই কই,

শ্যামল পৃথিবী রবে মোদের তরে,
তুমি রবে আঁস্তাকুড় ধুলোর পরে।
আজো তুমি আছ, সেদিন ও রবে,
ক্ষমতাহীণ নির্বল হয়ে এই ভবে।
তোমার রক্তচক্ষু করি নাকো ভয়,
সময়ের ব্যবধানে হলো, মানবের জয়।
দিন শেষে জানলে বেশ তো,
আমরাই জীব কূলে শ্রেষ্ঠ।

শুনিতে কি পাও মানবের হাসি,
তোমার ন্যায় নহে কদাকার রাশি-রাশি।
মহামারী শেষে, সকল দুঃখ ফেলে পিছে,
পর কে করিব আপন, দূর কে আনিয়া কাছে।