এ কোন শূন্যতা?
সব যেনো পুড়ে গেছে
ভৎস হয়ে গেছে সব,
কিচ্ছুটির কোন অস্তিত্ব নেই,
যেমন টি মরুভূমির মাঝে
ধূ-ধূ করে।
বালি কণা আর নুড়ি পাথর ছাড়া
মেলেনা অন্য কিছুর হদিস।


চাতক যেমন এক ফোটা জলের জন্য
হাহাকার করে,
কখন এক পসলা বৃষ্টি হবে
বৃষ্টির জলে তার তৃষ্ণা মিটবে
আকাশের বুকে তীক্ষ্ণ চোখে
অপলক চেয়ে থাকে।


জল বিহীন আধ-মরা
হলদে বর্ণ ধারিত ঘাস আশায় থাকে
কখন জলের ছোঁয়ায়
হলদে বর্ণ থেকে সবুজে পরিণত হবে
ফিরে আসবে তার সজীবতা।


এক সময় হয়তো তার আশা টা
পূর্ণ হয়, ভরে যায় সবুজে
পূর্ণতা পায় সজীবতা।


অপেক্ষাকৃত চাতকটিও
তার অপেক্ষার গণ্ডি পেরিয়ে যায়
তৃষ্ণা মিটিয়ে উড়তে থাকে
দূর থেকে দূর আকাশে।


কিন্তু! আমার শূন্যতা???