কত গান লিখেছ
কত ছবি এঁকেছ
করেছ কবিতা রচনা
তুমি জাননা
প্রেমে যত কষ্ট
সুখ তত না।

রং বিহীন ফুটে ছিল
কত আশার ফুল
সে ফুলের গেঁথে মালা
করে ছিলাম ভুল।
আমার সাজানো বাসর মিলন ও মালা
অকারণ আজও পড়ে আছে
ফুলের বিছানা
তুমি জাননা।

মগ্ন হয়ে প্রেমে
দেখেছি স্বপন
যত্ন করে তা সবি
রেখেছি গোপন।
ব্যাথার জমেছে পাহাড়
পর্বত ও মালা
কিছুতেই পারিনি তা সরাতে
অপার সীমানা
তুমি জাননা।

মেঘ দেখে আকাশে
লাগত সংশয়
কখন জানি হয় ঝড়
আতশে হৃদয়।
তাহার হারানোর ভয়ে
নিবিড়ও বাঁধন
বিসর্জন তবুও দিয়ে গেছে
প্রেমের বেদনা
তুমি জাননা প্রেমে যত কষ্ট
সুখ তত না।