সারাদিন মুক্ত আকাশে উড়ে
মাঠ,ঘাট পেরিয়ে শস্য কণা
কুড়িয়ে খিদে নিবারণ করে
ফিরে যায় নীড়ে।
শেষ ঠিকানায় খড়, কুটো দিয়ে
গড়ানো শান্তির প্রান্তে।

আমার জীবনটা ও যদি হতো
তাদের মতো
মুক্ত আকাশে উড়ে বেড়াতাম
মেঘ গুলো কে হাতছানি দিতাম
মুক্ত হাওয়া দেহ টাকে ছুঁয়ে দিয়ে যেতো
প্রাণটা সিক্ত হতো।

শেষ ঠিকানায় ফিরে যেতাম
নীড়ে।

আমি কেনো পারিনা
তোমায় নিয়ে
মুক্ত আকাশে উড়তে
একটু শীতল ছোঁয়ায়
হৃদয়ে মিশতে।

পাখিরা ও তো ফিরে যায় নীড়ে।

তুমি আমি কেনো পারিনা
নীড়ে ভিড়ে পাড়ি জমাতে?
আমার ও যে ইচ্ছে করে
হৃদয়,মন, প্রাণ সঁপিতে
তোমার তরে,
দুজনে ফিরে যেতে শান্তির নীড়ে।

পাখিরা ও তো ফিরে যায়  নীড়ে।