অনেকগুলো দিনের শেষে
      তোমার আগমনের পালা।
অনেকগুলো স্মৃতির সাথে
      আবার নবরঙ্গের মেলা।

অনেকগুলো মতি কথা
     রাখতে চাইনা গোপন।
অনেকগুলো সদয় মানুষ
    হয়েগেছে দ্বিষৎ আপন।

অনেকগুলো কষ্ট একলা
      কাটিয়েছি মন্দকালে।
অনেকগুলো শিক্ষাও
  পেয়েছি  এই দিবালয়ে।

অনেকগুলো সুখ বন্টন
       করেছি এই ভুবনে।
অনেকগুলো শোভন কাটাব
      আবার এই জীবনে।

অনেকগুলো স্বপ্ন নিয়ে
       আবার নতুন ইচ্ছা।
অনেকগুলো আশা ঘিরে
  নববর্ষকে জানাই শুভেচ্ছা।
        _______
কবিতাটি ১৩ এপ্রিল নববর্ষ উপলক্ষে নববর্ষকে স্বাগত জানাতে লেখা।