তোর কৌটায় এতো এতো আধুলি;- আকাশ ভরে
জ্বলে ওঠে নক্ষত্রলোক। এক এক রাতে।
কোনো চাঁদ-ই আসলে নতুন থাকে না মাটির কাছে এসে।
তুই বলেছিস, ওটা আসলে একটা বায়বীয় শব্দ-
ফাঁক পেলেই গলে যায় যেকোনো জানালায়। - ভাবি।
সেদিন তোর চোখের ভেতর দেখেছি আজকের প্রতিধ্বনি...
অথচ হীরকময়ীই এখানে শেষ কবিতার নাম।